অবকাঠামো

ভৌত অবকাঠামো

 ১নং বিল্ডিং কক্ষ সংখ্যা টি  :-

১। ফ্যাসিলিটিজ বিল্ডিং = ( ৭৫’×৩০’ ) ফুট

২। প্রধান শিক্ষকের কক্ষ = ( ২২’×১১’ ) ফুট

৩।সহকারী শিক্ষক বৃন্দের কক্ষ =( ২২’×১১’)ফুট

৪। কম্পিউটার কক্ষ = ( ২২’×১১’) ফুট

৫। বিজ্ঞান কক্ষ = ( ২৪’×২২’) ফুট

৬। লাইব্রেরী রুম(স্বতন্ত্র)= ( ৩১’×৯’) ফুট

নং বিল্ডিং কক্ষ সংখ্যা = টা 

১। ১০ম শ্রেণী  ক্লাসরুম (২৫’×৩২’) ফিট

২। শিক্ষা প্রকৌশলী  অধিদপ্তর = (৯৬’×৩২’) ফিট

৩। ৮ম শ্রেণীর ক্লাসরুম  = (২৫’×৩২’ ) ফিট

৪। ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস = (২৫’×৩২’) ফিট

৫। সিডি ঘর = (১০’×৩২’)ফিট

৬। টয়লেট = (১১’.৬”×৩২’) ফিট

নং নিজস্ব অর্থয়নে অর্ধপাকা ভবন :-

১। ৭ম শ্রেণীর ক্লাস রুম = (২৬’×২২’) ফুট

২। এক্সট্রা রুম = (২৫’×২২’) ফুট

৩। ৯ম শ্রেণীর ক্লাস রুম = (৩২’×২৪’) ফুট

৪।অন্যান্ন রুম = (২৬’×২৪’) ফুট

৫। ষ্টোর রুম = (১৮’×২৩’) ফুট

আসবার পত্রের তালিকা ২০২৩

১. সিট ব্রেঞ্চ = ১৬০টি।
২. হাই ব্রেঞ্চ = ১৬০টি।
৩. চেয়ার স্টিল ২৮টি।
৪. চেয়ার কাঠের = ১০টি।
৫. টেবিল স্টিল = ২টি।
৬. টেবিল কাঠের = ১০টি।
৭. টেবিল অটোবি = ১টি।
৮. আলমারী স্টিল =৪টি।
৯. আলমারী কাঠের =১টি।
১০. ব্লাক বোর্ড (অফিস) = ১টি।
১১. দেয়াল ঘড়ি = ১টি।
১২. বেল হাতুড়ি = ১ সেট।
১৩. বদনা = ১০টি।
১৪. কাপ পিরিচ = ১৫ জোড়া।
১৫. বিশ্ব মানচিত্র = ২টি।
১৬. বাংলাদেশ মানচিত্র = ১২টি।
১৭. নলকূপ = ১টি।
১৮. তারা পাম্প = ১টি।
১৯. নলকূপ = ১০টি।
২০. পতাকা = ২টি।
২১. ফুলবল ও ভলিবল ও ক্রিকেট ব্যাড বল ৩ সেট।
২২. ফুলবল ও ভলিবল নেট = ২টি।
২৩. জগ ও গ্লাস = ২+ ১৫ = ১৭টি।
২৪. স্কাউটের ঢাক = ৪টি।
২৫. বাঁশি= ১টি।
২৬. কাঠের লাটি = ৮টি।
২৭. ঝাই, ঝুরঝুরি = ২টি।
২৮. নোটিশ বোর্ড = ১টি।
২৯. জ্যামিতি বক্স = ১সেট।
৩০. ফ্যান = ২২টি।
৩১.বাল্ব = ৫টি।
৩২. হিটার জগ= ১টি।
৩৩. প্লেট =২৫টি।
৩৪. জল মটর = ১টি।
৩৫. পানির (সেরা) ঠ্যাংক= ১টি।
৩৬. ট্যাপ = ৮টি।
৩৭. কম্পিউটার = ১টি।
৩৮. ল্যাপটপ = ১টি।
৩৯.প্রোজেক্টর = ১টি।
৪০. হারমানিয়াম = ১টি।
৪১. ডুগি তবলা ও অন্যান্য = ১ সেট।
৪২. টাংক (স্টিল) = ১টি।
৪৩. বিভিন্ন ওয়াল মানচিত্র= ১০টি।
৪৪. স্টিল লকার = ১টি।
৪৫. আইনা চিরুনী = ১ সেট।
৪৬. বুক সেল্ফ (স্টিল) = ১টি।
৪৭. বুক সেল্ফ (কাঠের) = ১টি।
৪৮. বৈজ্ঞানিক যন্ত্রপাতির বক্ল = ১টি।
৪৯. তালা = ৩০টি।
৫০. ক্যালকুলেটর = ২টি
৫১. চাকু = ২টি।
৫২. স্কেল = ৭টি।
৫৩. হোয়াইট বোর্ড = ৮টি।
৫৪.ওয়াল ব্লাক (বোর্ড প্রতিশ্রেণী কক্ষে = ১টি।
৫৫. টেস্ট টিউব
৫৬. মটার
৫৭. ফানেল
৫৮. মিসিল ফানেল
৫৯. স্লিরিট লাম্প
৬০. কম্পাসং, চুম্বক, নিক্তি, আলপিন, প্রিজম
৬১. কাঁচ ফলক, রেতী।
৬২. অনুবিক্ষণ যন্ত্র ২টি।
৬৩. কাঁচি , চাকু
৬৪. স্লাইট, ফরসেক্ট
৬৫. গ্লোব, মানচিত্র