ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

ভটখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পশ্চাতে রয়েছে এর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য । স্থানীয় ও পাশ্ববর্তি এলাকায় শোন্ত পাড়া ,দেউজ বাড়ী, উত্তর কোয়ালী পাড়া ,বারু হাটী ,নাগ পাড়া,শিক্ষিত ও ব্যক্তিগণের সমিলিত গড়ে উঠে উ্ক্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি । অতঃপর ০১-০১-১৯৭১ সালে বিদ্যালয়টির ১৫নং যোগীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এ প্রতিষ্ঠিত হয় এবং ০১-০১-১৯৭৩ সালে নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায় ও ০১-০৬-১৯৮৫ সালে এম,পি ভুক্ত হয় । এরপর ০১-০১-১৯৮৭ ইং সালে নবম শ্রেণী এবং ০১-০১-১৯৮৮ সালে দশম শ্রেণী হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কতৃত স্বীকৃতি লাভ করে । মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ০১-০১-১৯৮৯ সালে এম,পি ভুক্ত হয় । বিদ্যালয়টিতে মানবিক ও বিজ্ঞান বিভাগ সহ কৃষি শিক্ষা ,কম্পিউটার (ICT) ও উচ্চতর গণিত বিষয় রয়েছে ।