প্রধান শিক্ষকের বাণী

 প্রধান শিক্ষকের বাণী

ভটখালী উচ্চ বিদ্যালয় টি ১৯৭১ সালে স্থানীয় বিদোৎসাহী,গণ্যমান্য ও সাধারণ জণগণের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে অএ এলাকার আলোক বর্তিকা হিসেবে জ্ঞানের আলো ছড়াচ্ছে। বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামীন মনোরম পরিবেশ অবস্থিত হওয়ায় অতি দরিদ্র নিম্ন আয়ের সাধারন মানুষের ছেলেমেয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার শতের অধিক ছাএ-ছাএী অধ্যয়ন করছে।প্রতিবছর জে.এস.সি ও এস.এস.সি পাবলিক পরীক্ষায় উল্লেখ যোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে অত্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জন করছে।প্রতিষ্ঠানটতে বর্তমানে ভৌত অবকাঠামোগত সমস্যা প্রকট।ফলে শিক্ষাকার্যক্রম অনেকাংশে বাধা গ্রস্থ হচ্ছে। স্থানীয় ভাবে এ সমস্যা সমাধান সম্ভব নয়।সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের দ্বারা এ সমস্যা করা গেলে বাগমারা উপজেলার মধ্যে এটি একটি আর্দশ মডেল বিদ্যালয় পরিগণিত হতে পারে।আমি বিদ্যালয়টির ভবিষ্যৎ উন্নতি ও মঙল কামনা করছি

মোঃ আমির-উল-ইসলাম
প্রধান শিক্ষক
ভটখালী উচ্চ বিদ্যালয়